প্রবাসীদের জীবনের গল্প নিয়ে নাটক

দীর্ঘ ১৫ বছর পর প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন সোলেমান মিয়া। দেশে আসার পর তিনি উপলব্ধি করতে থাকেন পরিবার, সমাজ এবং স্বজনদের প্রতি তার অবদান কতটুকু। তিনি অনুভব করতে লাগলেন, সমাজে সম্মান পেতে টাকা খুব প্রয়োজন।

প্রবাসীদের বাস্তব জীবনের গল্প নিয়ে ‘অবদান’ নামের কাহিনিচিত্র নির্মাণ করছেন এস এম কামরুজ্জামান সাগর।

গত ঈদের এই ‘বাবারা সব পারে’ নির্মাণের মাধ্যেমে এই নির্মাতা বেশ আলোচনায় আসেন।

‘অবদান’ কাহিনীচিত্রটিতে অভিনয় করেছেন– ফজলুর রহমান বাবু, সাইকা আহমেদ, মিষ্টি জাহান, শিবলী নওমান, সাজ্জাদ স্বপন, হাসি মন প্রমুখ।

কাজটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘সাগরের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। কারণ তার গল্প বাছাই অসাধারণ। নিঃসন্দেহে ভালো একটি কাজ হয়েছে।’

Leave a Comment