‘অনেকাংশেই দূর হয়েছে সৌদি প্রবাসীদের অনিশ্চয়তা’

ছোটবড় প্লেনে যাত্রী পরিবহনে বেবিচক আরোপিত শর্ত তুলে নেয়ায় সৌদি প্রবাসীদের অনিশ্চয়তা অনেকাংশেই দূর হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে প্লেনের আসনগুলোতে যাত্রী বসার ক্ষেত্রে নিয়মনীতিতে কিছুটা পরিবর্তন আনে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে পরিবর্তিত নির্দেশনা কার্যকর হওয়ার কথা ছিল।

সোমবার বিজ্ঞপ্তিতে বিমান মন্ত্রণালয় জানায়, সৌদিগামী যাত্রীদের দ্রুত ফেরত যাওয়ার স্বার্থে বেবিচকের আদেশ আগামী ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে।
এখন সৌদিগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং বিজনেস ক্লাসের একটি আসন ছাড়া সকল আসনে যাত্রী পরিবহন করা যাবে।

আশা করা যাচ্ছে, এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আসন সংখ্যা বৃদ্ধির কারণে সে দেশে যেতে অনুমতিপ্রাপ্ত যাত্রীদের পরিবহনে অনিশ্চয়তা অনেকাংশেই দূর হয়েছে।

Leave a Comment